খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : করোনা রুখতে তৎপর রাজ্যপ্রশাসন ,গতকাল পৌরসভা ও কলকাতা পুলিশের তরফে নেয়া হলো জোড়া পদক্ষেপ একদিকে মাস্ক হীন খরিদ্বার দের বাজারে কোনো সামগ্রী বিক্রি করা হবেনা বলে জানিয়ে দিলো পুরসভা অন্যদিকে যত্র তত্র থুথু ফেললে মোটা টাকা জরিমানা করা হবে বলে জানালো লালাবাজার ,কলকাতা পুরসভার বাজার গুলিতে সব্জি ম্যাচ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মাস্ক হীন ক্রেতাদের কাছে বিক্রি করবেন না । বাজারে ঢোকার পথে সাবান জল দিয়ে হাত ধুতে হবে অথবা স্প্রে দিয়ে পুরো সানিটাইজ করতে হবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...