খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : করোনা রুখতে তৎপর রাজ্যপ্রশাসন ,গতকাল পৌরসভা ও কলকাতা পুলিশের তরফে নেয়া হলো জোড়া পদক্ষেপ একদিকে মাস্ক হীন খরিদ্বার দের বাজারে কোনো সামগ্রী বিক্রি করা হবেনা বলে জানিয়ে দিলো পুরসভা অন্যদিকে যত্র তত্র থুথু ফেললে মোটা টাকা জরিমানা করা হবে বলে জানালো লালাবাজার ,কলকাতা পুরসভার বাজার গুলিতে সব্জি ম্যাচ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মাস্ক হীন ক্রেতাদের কাছে বিক্রি করবেন না । বাজারে ঢোকার পথে সাবান জল দিয়ে হাত ধুতে হবে অথবা স্প্রে দিয়ে পুরো সানিটাইজ করতে হবে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...