দেশে ১৪,৩৭৮ জন আক্রান্তের মধ্যে ৪২৯১ জনের যোগ রয়েছে তাবলিকি জামাতের অনুষ্ঠানের সঙ্গে

Men wearing protective masks walk as they carry bags, amid concerns about the spread of coronavirus disease (COVID-19), in Nizamuddin, area of New Delhi, India, March 31, 2020. REUTERS/Adnan Abidi

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :  দেশে  করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে  শনিবার সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৪,৩৭৮ জন এবং এই সংখ্যার ২৯.৮% নিজামুদ্দিন  মার্কাজের  তাবলিকি জামাতের ধর্মীয় অনুষ্ঠান থেকে চিন্নিত হয়েছে । প্রসঙ্গত নিজামুদ্দিন মার্কাজের  তাবলিকি জামাতের ধর্মীয় অনুষ্ঠানের  দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কে জমায়েত করা হয়েছিল ,এই ঘটনার পরেই তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পরে  স্বাস্থ্য মন্ত্রক জানান ভারতে এখন প্রতি ৪ দিনে  আক্রান্তের সংখ্যা যার পিছনে জামাতের ভূমিকা বিরাট ।