খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রশাসনিক সূত্রের খবর হাওড়া জেলার অনেকগুলি এলাকা কে রেড ষ্টার জোন হিসাবে চিন্নিত করা হয়েছে ।প্রশাসনিক সূত্রের খবর হাওড়ার শিবপুর ,শালকিয়া ,হাওড়া ময়দান ,টিকিয়াপাড়া একটি বড় অংশে ঘোষ্ঠী সংক্রমণের আশঙ্কা বেড়ে গিয়েছে ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ।প্রশাসন রাশ টেনেছে লকডাউনের উপরে এই দিন সন্ধ্যা ৭ টা অব্দি হাওড়া তে লকডাউন ভাঙার জন্য ৩৪২ জন কে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে ২৮ জন ড্রোনের নজরদারিতে ধরা পড়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...