মুখ্য সচিব কে কেন্দ্রীয় দলের সঙ্গে অসহযোগিতা করার জন্য কড়া চিঠি দিলো কেন্দ্র

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : রাজ্যে করোনা পরিস্থিতি দেখতে যাওয়া পরিদর্শক দলের  তরফে  রাজ্যের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকে  পৌঁছানোর পরেই  কড়া ভাষায় রাজ্যের মুখ্যসচিব কে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ।তাতে বলা হলো এই পরিস্থিতি তে  কেন্দ্রের  সব নির্দেশিকা যেন পালন করে রাজ্য সরকার , কেন্দ্রের কাজে যেন সহযোগিতা করা হয় । কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়  ভাল্লার  চিঠি তে  উল্লেখ  করেন মহামারী করোনা ভাইরাসের  বিরুদ্ধে লড়াইয়ে  রাজ্যগুলির জন্য খুব ভাবনা চিন্তা করে নির্দেশিকা করা হয়েছে ।