খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৭ সে এপ্রিল আগের মতই ভিডিও কনফারেন্স পদ্ধতিতে কেন্দ্র রাজ্য বৈঠক হবে । সূত্রের খবর রাজ্যগুলির হাল হকিকত জানা এবং লকডাউন তোলার পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠক উল্লেখ্য গত ১১ এপ্রিল ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে করোনা সংক্রান্ত বৈঠক করেছিলেন তিনি ।পর্যবেক্ষক রা মনে করেছিল ২০ এপ্রিল অব্দি লকডাউন চলবে কিন্তু ১৪ এপ্রিল অব্দি প্রধানমন্ত্রী এইটিকে ৩ মে অব্দি প্রলম্বিত করেন ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...