পশ্চিমবঙ্গ বাসীর প্রথাগত অক্ষয় তৃতীয়া পালন

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  পশ্চিমবঙ্গ  তথা  সমগ্রহ  বাঙালি  জাতি  এই অক্ষয় তৃতীয়ার দিনটি কে খুব  পুন্য দিন  হিসাবে পালন  করে যেইকোনো শুভ  কাজ এই দিনে অনুষ্ঠিত হয় । আমরা  সাধারণত দেখি  কলকাতা  সহ  সমগ্রহ জায়গায় এইদিন  হালখাতা অনুষ্ঠিত হয় । ক্রেতারা  সোনার দোকানে সেজেগুঁজে  সকাল  থেকে বিকেলের মধ্যে যান  এবং যে যার  সাধ্যমত  সোনা কেনেন ।দোকানিরাও  তাদের মিষ্টি  মুখ ও কোল্ডড্রিঙ্কস  দিয়ে  আপ্যায়ন   করেন এবং ক্রেতারা  বিগত বছরের বকেয়া যতটা  পারেন মেটান ।