খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ তথা সমগ্রহ বাঙালি জাতি এই অক্ষয় তৃতীয়ার দিনটি কে খুব পুন্য দিন হিসাবে পালন করে যেইকোনো শুভ কাজ এই দিনে অনুষ্ঠিত হয় । আমরা সাধারণত দেখি কলকাতা সহ সমগ্রহ জায়গায় এইদিন হালখাতা অনুষ্ঠিত হয় । ক্রেতারা সোনার দোকানে সেজেগুঁজে সকাল থেকে বিকেলের মধ্যে যান এবং যে যার সাধ্যমত সোনা কেনেন ।দোকানিরাও তাদের মিষ্টি মুখ ও কোল্ডড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করেন এবং ক্রেতারা বিগত বছরের বকেয়া যতটা পারেন মেটান ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...