হাওয়া অফিসের সতর্কতা ঝড় বৃষ্টি নিয়ে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :   আলিপুর অভহাব সূত্রে জানা গিয়েছে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় চলবে এই সপ্তাহে ঝড় বৃষ্টির দাপট সেই মত  আজ  ও পশ্চিম মেদিনীপুর  ও ঝাড়গ্রামের কিছু অংশে ঝোড়ো হওয়ার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের এই দুই জেলা ছাড়াও  ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া  ও পুরুলিয়ার বেশ  কিছু অংশে  প্রভাব পড়বে  অন্য জেলাগুলিতে ।দক্ষিণ বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে  ঝেড়ো  হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।