রবীন্দ্রনাথ ঠাকুর

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মহর্ষি  দেবেন্দ্রনাথ  ঠাকুরের পুত্র  রবীন্দ্র নাথ  ঠাকুর  জন্মেছিলেন ১৮৬১ ক্রিস্টাব্দের ৭ মে  কলকাতার  জোড়াসাঁকোতে  প্রখ্যাত  ঠাকুর পরিবারে ।তিনি ছিলেন একাধারে  অগ্রণী  বাঙালি  কবি  এবং ঔপন্যাসিক ,সংগীত শ্রষ্ঠা ,নাট্যকার ,চিত্রকর ,ছোটগল্পকার , প্রাবন্ধিক ,অভিনেতা ,কণ্ঠ  শিল্পী ও দার্শনিক । একাধারে  এতগুলি  গুন্  ভারতবর্ষে আরো  কোনো উপন্যাসিক  অথবা  কবির ছিল না ।তাকে  গুরুদেব  অথবা  কবিগুরু  অথবা  বিশ্বকবি হিসাবে ভূষিত  করা  হয় ।