রবীন্দ্রনাথের বিবাহ এবং তার পরবর্তী জীবন

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  ১৮৮৩ সালে  রবীন্দ্রনাথ  বিবাহ  করেন মৃণালিনী দেবীকে ।১৮৯০ সাল  থেকেই তিনি পূর্ববঙ্গের শিলাইদহে  তাদের জমিদারি  এস্টেট  পারিবারিক  কাজকর্ম দেখার  কাজ করেন সাথে সাথে তার সাহিত্য চর্চায়  ও চলতে থাকে । এর পরে ১৮৯১ সালে পিতার আদেশে  নদীয়ার  পাবনা  ও রাজশাহী জেলা এবং ওডিশার  জমিদারি গুলিতে তদারকি শুরু  করেন রবীন্দ্রনাথ  পিতার  আদেশে ।কুষ্টিয়ার শিলাইদহের  কুঠিবাড়িতে তিনি দীর্ঘসময়  অতিবাহিত করেছিলেন  এই সময় রবীন্দ্রনাথের বিখ্যাত মানসী প্রকাশিত হয় ।