খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : covid পরিস্থিতিতে ছোঁয়াচ এড়াতে শহরে বেড়েছে সাইকেলের ব্যবহার ।শহরের যে ৭০টি রাস্তায় সাইকেল নিষিদ্দ ছিল সেইখানে অবাধে চলছে দুই চাকার যানটি ।এই নিয়ে যে কোনো সময়ে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কলকাতা পুলিশ ।কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে লালবাজার কে সেই খবর জানানো হয়েছে ,সূত্রের খবর আগামী কয়েকদিনের মধ্যে শহরে সাইকেল চালানো নিয়ে নয়া নির্দেশিকা জারি করতে চলেছে পুলিশ ।