খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সর্ব ভারতীয় উৎপাদক সংগঠন এআই এম ও সাম্প্রতিক সমীক্ষায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য ।তাতে দেখা যাচ্ছে ব্যবসা টিকিয়ে রাখতে কর্মী চাটাইয়ের পথ ধরেছে ৭০% ও বেশি ক্ষুদ্র ও মাঝারি সংস্থা এবং ৪০% কর্পোরেট কোম্পানি । আনলক পর্বের প্রথম ধাপেই ,ফের বহু চাকরি জিবি শ্রমিকের বেকার হওয়ার পরিস্থিতি তৈরী হয়েছে দেশে । বিশেষজ্ঞ রা মনে করছেন ৪৬,০০০ কর্মী কে নিয়ে যে সমীক্ষা করা হয়েছিল সেই সমীক্ষা বলছে মাত্র ২০% কম কোম্পনি জানিয়েছেন যে তারা কোনো কর্মী চাটাই না করে ব্যবসা এগিয়ে নিয়ে যাবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...