খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দেশে শুরু হয়েছে আনলক ১ প্রথম পর্যায় ।আনলক পর্যায়ের প্রথম দুইদিন করোনা তে সংক্রমিত হয়েছেন দেশের ২৫০০০ মানুষ ।এই তথ্য সামনে আসতেই উদ্বেগ বেড়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রকের । বিগত ২৪ ঘন্টায় করোনা তে সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ১০০০ জন ব্যক্তি ।আনলক ১ য়ের প্রথম দুই দিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০০০০০ পার হয়ে গিয়েছে । একধিক জায়গায় আনলক ১ য়ের জেরে ছাড় ঘোষণা করা হয়েছে ,বিপদ বাড়িয়ে খুলছে শপিং মল হোটেল ও রেস্তোরা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...