রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে অস্থায়ী আসনে নির্বাচন ১৭ জুন

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :  রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে ৫টি অস্থায়ী আসনে  নির্বাচন হবে আগামী ১৭ ই জুন ।এশিয়া  প্যাসিফিক  ব্লক  থেকে একা  ভারত  প্রতিনিধিত্ব  করছে ,ফলে অষ্টম বারের  জন্য ভারতের জয়লাভ কার্যত নিশ্চিত । আজ  নিরাপত্তা পরিষদ নির্বাচনে  ভারতের ইস্তাহার  সহ  একটি পুস্তিকা  প্রকাশ  করেন  বিদেশ  মন্ত্র  এস  জয়শঙ্কর ।তার বক্তব্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদের  বিরুদ্ধে হাতে কলমে  এবং নির্দিষ্ট  ফলাফল  মুখী ব্যবস্থা নিলে কার্যকরী সারা মিলবে ।