বুন্দেসলিগা তে জয়ের ধারা অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :   গতকাল তাদের ঘরের মাঠে  বায়ার্ন  লেভারকিউসেন  কে তাদের ঘরের মাঠে  ৪-২ গোলে  হারান রবার্ট লেবানডোস্কির  দল বায়ার্ন  মিউনিখ ।তার ফলে জার্মান বুন্দেসলিগা  তে টানা ৮ বার চ্যাম্পিয়ন হওয়ার  পথে তারা অনেকটাই  এগিয়ে গেলো ।বায়ার্নের হয়ে গোল  করেন কোমান ,নাবড়ি  এবং লেয়ানডোস্কিরা ।খেলার ৯ মিনিটে  প্রথমে গোল  করে এগিয়ে গিয়েছিলেন লেবারকুসেন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আর্মব্যান্ড  পরে প্রতিবাদ করেন বায়ার্নের খেলোয়াড়রা ।