খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যে করোনা তে যারা মারা যাচ্ছিলেন ধাপার মাঠে দুটি চুল্লিতে তাদের দেহ সৎকার হচ্ছিলো ।সম্প্রতি বিকল হয়ে যায় ওই দুটি চুল্লি ,কিন্তু সারাইয়ের পরে গত রবিবার সেটি আবারো কাজ শুরু করলেও পুরসভা ও স্বাস্থ্য দফতরের কর্তাদের একাংশের আশঙ্কা চুল্লি দুটি ফের আবারো বিগ্রতে পারে ।বিশেষজ্ঞ দের অভিমত প্লাস্টিক থেকে মৃত্ দেহ না খুলে প্লাস্টিক সমেত তা পাঠিয়ে দেয়া হচ্ছিলো ওই চুল্লিতে এবং পোড়া সেই প্লাস্টিক আটকে দিয়েছিলো ধোঁয়া নিষ্ক্রমণের পাইপ ।