
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আনলক ১ পর্ব শুরু হতেই রাজ্য এবং বিশেষ করে কলকাতা শহরে দেখা গেলো নিয়ম ভাঙার খেলা ,লকডাউন য়ে প্রথম চার পর্বে নিয়ম মেনে চলা মানুষজন যে তা ঠিক উল্টো হয়ে গেলো পয়লা জুন থেকে ঠাসাঠাসি ভিড় হওয়া স্টেশন সংলগ্ন তরকারি বাজারে মানুষ কেনাকাটা করছে সামাজিক দূরত্ব বিধি কে না মেনে এবং মাস্ক ছাড়াই ,শহরের বিভিন্ন অঞ্চলে বাসে ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি হয়ে যাচ্ছে একে ওপরের গায়ে গিয়ে পড়ছে ,শহরের ফুটপাথের খাবারের দোকানগুলিতে লোকেরা খাচ্ছে কোনো অনুশান না মেনে ।