খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা পুরসভার সাহায্যে গতকাল ভবানীপুরের লেডিস পার্কে শহরের উপরে পড়া গাছগুলিকে পুনরায় স্থাপনের চেষ্টা শুরু করলো কলকাতা একটি নাগরিক সংগঠন ।সংগঠনের তরফে জানানো হয়েছে যেই সব গাছ শিকড় সহ উপরে পড়েছে সেগুলিকে ফের মাটিতে বসানো হচ্ছে ক্রেন দিয়ে । সংগঠনের বক্তব্য কলকাতা তে বায়ু দূষণের হার খুব বেশি তাই শহরে গাছের পরিমান কমলে অক্সিজেনের অভাবে তা শহর বাসীর জন্য ভয়াবহ আকার নেবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...