খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গভীর রাতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে বুলেটিন প্রকাশিত হয় তাতে দেখা যায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২৯৭৫৩৫,মৃত ৮৪৯৮ ,সুস্থ্য-১৪৭,১৯৪,পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের তরফে গতকাল যে বুলেটিন প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১০২৪৪ এক্টিভ রোগী ৫৫৮৭ বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৭৬ মৃত ৯ কো মরবিডিটি সহ করণাতে মৃতের সংখ্যা ৭৬১।