সংশোধিত বিদ্যুতের বিল প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বিদ্যুৎ পরিষেবা সংবিধানের মোতে  যৌথ  তালিকা ভুক্ত ,তা সত্ত্বেও রাজ্য গুলির সাথে আলোচনা না করে দেশে বিদ্যুতের আইনে কেন্দ্র যে বদল আনছেন তা নিয়ে বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  চিঠি  লিখলেন  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।তিনি কেন্দ্র  কে প্রস্তাবিত  বিদ্যুৎ বিলটি  কৃষক বিরোধী ,জন বিরোধী  এবং আধা শহর এবং গ্রামীণ এলাকার বসবাস করি লোকেদের জন্য তা অমানবিক বলে উল্লেখ  করেন তিনি বলেন গ্রাহকদের প্রথমে গ্রাহকদের মোটা টাকা বিদ্যুতের বিল দিতে হবে পরে তারা ভর্তুকি হিসাবে ব্যাঙ্ক একাউন্টে ফেরত পাবেন  যে গ্রাহকরা বিল মেটাতে  পারবেনা তাদের লাইন কেটে দেয়া হবে যা মানা  যায়না ।