বেহালার খালগুলো পরিদর্শন করলেন শিক্ষা মন্ত্রী তথা ওই এলাকার বিধায়ক

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  সামান্য বৃষ্টি এলেই বেহালার বিস্তীর্ণ এলাকা  প্রায়ই জলে ডুবে থাকে ।তাই  শুক্রবার বেহালার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা মন্ত্রী  স্বশরীরে  বেহালার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে    জোকা  এলাকার  চরিয়াল এবং কলাগাছিয়া খালের কিছু এলাকা পরিদর্শন করেন ।পরিদর্শন করার  পরে স্থানীয় বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেন ওই খাল নিয়ে কিছু সমস্যা আছে ,তবে  সেচ  দফতর কে বলে তা দ্রুত মেটানোর ব্যবস্থা করা হয়েছে ।