প্রধানমন্ত্রী আগামী ২৮ সে জুন মনকি বাতের জন্য দেশবাসীর কাছে পরামর্শ চাইলেন

খবর   ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  :  আজ কে প্রধানমন্ত্রী একটি টুইট করে বলেন  এই মাসের  ২৮ সে জুন আগামী মন  কি বাত  অনুষ্ঠান হবে এখনো দুই সপ্তাহ বাকি আছে । তাই দেশবাসী দের  কাছে অনুরোধ করছি আপনারা সকলে আপনাদের চিন্তা ও ধারণা পাঠাতে থাকুন ,এর ফলে আমি বলার জন্য অনেক  বেশি বিষয় পাবো আপনাদের  সৌজন্যে ।আমার অনেক বেশি মানুষের সাথে যোগাযোগ বাড়বে ।covid  পরিস্থিতি নিয়ে দেশবাসীর বক্তব্য জানতে পারবো আমি ,তিনি আরো বলেন নিচে একটি নম্বর দেয়া হলো সেইখানে   আপনারা বার্তা রেকর্ড করে  মেসেজ  পাঠাতে পারেন ।