বাবা রামদেব হরিদ্বার এবং যোগ পিঠ

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  বাবা রামদেব  ১৯৯০ সালে হরিয়ানা থেকে হরিদ্বারে তার পরিবার সমেত চলে আসেন ।যোগ কে জনপ্রিয় করতে  ১৯৯৫ সালে দিব্য যোগমন্দির ট্রাস্ট গঠন করেন।২০০৩ সালে আস্থা টিভির সকালের  শ্লটটি তিনি নিয়ে নেন এবং তার মাধ্যমে যোগ কে জনপ্রিয় করে তুলতে বিভিন্ন জায়গায়  শিবির করেন এবং মানুষের মধ্যে তা ছড়িয়ে দেন ।তার যোগা  ক্যাম্পে ভারত তো বটেই সারা বিশ্বের সেলিব্রিটিরা এসে ওই যোগ শিক্ষার ক্লাশে  অংশগ্রহণ করে ।তারপরে  ২০০৬ সালে তিনি দেওবন্দে মুসলিম ধর্মগুরুদের ডাকে তাদের ও গিয়ে যোগ শিক্ষা  করান  এবং তখনকার রাষ্ট্রপুঞ্জের প্রধান কফি আন্নান য়ের  ডাকে  দারিদ্র্য  দুরি করণ  এই কর্মসূচির উপরে বক্তব্য রাখতে ।