ছবির প্রযোজনায় আসছে বিবেক ওবেরয়

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক ;বলিউড  অভিনেতা  বিবেক  ওবেরয়  ছবির  প্রযোজনায়  আস্তে  চলেছে।  তার  প্রথম  ছবির  নাম  ” ইতি ”  সোশ্যাল  মিডিয়ায়  বিবেক  ইতি মধ্যে  ছবির  পোষ্টার   শেয়ার  করেছেন।  সেখানে  লেখা  ” ক্যান  ইউ   সলভ   ইয়োর  ওন  মার্ডার ”।  এটি  একটি  ”  মার্ডার  মিস্ট্রি ”।  ছবিতে  ভিক্টিম   নিজেই  খুনের   কিনারা  করবেন।  ছবির  কাস্ট    এখনও   চূড়ান্ত  হয়নি।  ছবির  পরিচালক  বিশাল  মিশ্র ।  আশা   করা  যায়  এই  বৎসরের  অক্টবর  মাস  থেকে  ছবির  শুটিং  শুরু  হবে।