করোনা পরিস্থিতি মাথায় রেখে বাড়লো আয়কর রিটার্নের সময়সীমা

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ভারতবর্ষে covid ১৯ অতিমারী ব্যাপক প্রভাব ফেলেছে সবস্তরে  আয়কর  কর্তৃপক্ষ এই অবস্থায় বিগত  বছরের  রিটার্ন জমা  দেয়ার  সময়সীমা বাড়িয়ে ৩০ সে নভেম্বর  ২০২০ পর্যন্ত  করেছেন ।গত শনিবার আয়কর দফতর এক টুইট মারফত এই কথা মনে করিয়ে দিয়েছেন  আয়কর দাতা দের । উল্লেখ্য ২০১৮-১৯ অর্থবর্ষে রিটার্ন দাখিলের সময় শিমা বাড়িয়ে ৩১ সে জুলাই  করেছে কেন্দ্র ।