গ্যালোয়ান উপত্যকাতে নিহত ভারতীয় জওয়ানদের স্মরণে উৎসর্গ করা হলো দেশের বৃহৎতম covid কেয়ার ইউনিট

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   শুক্রবার  লেহ  তে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর বৈঠকের পরেই ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গাইনাশাসন  (DRDO ) ঘোষণা করেন গ্যালোয়ান  উপত্যকাতে নিহত ভারতীয় জওয়ানদের নামে  বর্তমানে দক্ষিণ দিল্লির  সর্দার বল্লভ  ভাই পটেল  হাসপাতাতালের দেশের বৃহৎতম  covid  কেয়ার ইউনিট  টি ।উল্লেখ্য অস্থায়ী ভাবে তৈরী এই হাসপাতালের  covid  কেয়ার ইউনিট টি তে একসঙ্গে কম করে ১০০০ জন করোনা আক্রান্তের চিকিৎসার ব্যবস্থা আছে ।