খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির অপারেশন কমলের বিরুদ্ধে ,তিনি অভিযোগ করেন তার সরকার ফেলার জন্য টাকার থলি নিয়ে ঘুরছে বিজেপি দল । আজ সাংবাদিক বৈঠকে গেহলট বলেন রাজ্য সরকার যখন করোনা র সঙ্গে লড়াই করার আপ্রাণ চেষ্টা করছে ঠিক সেই সময় ,বিজেপি আপ্রাণ চেষ্টা করছে এই নির্বাচিত সরকার কে ফেলে দেয়ার । তিনি অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক পিছু ১৫ কোটি টাকার দোল বদলের প্রস্তাব দেওয়া হয়েছে বিধায়ক পিছু ।