বিস্ফোরক স্বীকারোক্তি দিলো রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট

The Chief Minister of Bihar, Shri Nitish Kumar with the Chief Minister of Rajasthan, Shri Ashok Gehlot at the Chief Ministers’ Conference on Internal Security, in New Delhi on April 16, 2012.

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :   রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট  বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির অপারেশন কমলের বিরুদ্ধে ,তিনি অভিযোগ করেন তার সরকার ফেলার জন্য টাকার থলি নিয়ে ঘুরছে বিজেপি দল । আজ সাংবাদিক বৈঠকে গেহলট  বলেন রাজ্য সরকার যখন করোনা র সঙ্গে লড়াই করার আপ্রাণ  চেষ্টা করছে ঠিক সেই সময় ,বিজেপি আপ্রাণ চেষ্টা করছে এই নির্বাচিত সরকার কে ফেলে দেয়ার । তিনি অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক পিছু ১৫ কোটি টাকার দোল বদলের  প্রস্তাব  দেওয়া  হয়েছে বিধায়ক পিছু ।