পুলিশের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক:তেলেগু  ছবি  ”  হিট ”  এর  হিন্দি  রিমেক  করবেন  পরিচালক  শৈলেশ  কোলানু ।  ছবিটি  প্রযোজনা  করবেন  কুলদীপ  ও  রাজু  রাঠোর।  পরিচালক  বলেন  রাজকুমার  রায়  এর  তিনি  ফ্যান। তাই  অনেক  দিনের  ইচ্ছা  ছিল  রাজকুমার  রাও   এর  সাথে  ছবি  করার। এই  ছবিতে  রাজকুমার  রায়  এক  পুলিশ  অফিসারের  ভূমিকায়  অভিনয়  করবেন।  অভিনেতা  বলেন  ছবিটি  নিয়ে  তিনি   খুব আশাবাদী  কেননা  এই  প্রথম  তিনি  কোন  ”  পুলিশ  অফিসার ”  এর  চরিত্র এ  অভিনয়  করবেন।  আসা  করা  যায়  আগামী  বৎসর  এই  ছবিটির  শুটিং  শুরু  হবে।