খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রতিবছর শ্রাবন মাসের পূর্ণিমা তিথিতেই রাখি বন্ধন উৎসব পালিত হয় ।এই বছর ২০২০ সালে অগাস্ট মাসের ২ তারিকে সকাল ৯:২৮ য়ে শুরু হয় এবং শেষ হবে অগাস্ট মাসের ৩ তারিক রাত ৯:২৬ নাগাদ ।এই সময়ের মধ্যে টি হচ্ছে রাখি বন্ধনের মুহূর্ত ।তবে পন্ডিত দের মতে অপরাহ্ন মুহূর্ত টাই হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ সময় যা শুরু হচ্ছে দুপুর ২ :০২ থেকে বিকেল ৪:৩৮ অব্দি । যদি কেউ অপরাহ্ন মুহূর্তে রাখি বন্ধন না করতে পারে তাহলে তার ক্ষেত্রে প্রদোষ মুহূর্ত তাও শুভ যেটা শুরু হচ্ছে ৭:১৩ থেকে বিকালে এবং শেষ হচ্ছে ৯:২৬ নাগাদ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...