রাখি বন্ধন উৎসব

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শ্রাবন মাসের পূর্ণিমাতে প্রতিবছর  রাখিবন্ধন  উৎসব পালিত হয়  ভারতবর্ষে । এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের  উৎসব  হিন্দু ,জৈন  এবং শিখ সম্প্রদায়ের লোকেরা  এই উৎসব পালিত করে ,এই দিন  দিদি  অথবা বোনেরা  ভাই অথবা দাদার  হাতে রাখি নামের একটি পবিত্র  সুতো  বেঁধে  দেয় ।এই রাখিটি  ভাই বা দাদার   প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনাতে  দিদি  ও বোন কে আজীবন  রক্ষা করা  ভাই বা দাদার শপথের প্রতীক ।