খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শ্রাবন মাসের পূর্ণিমাতে প্রতিবছর রাখিবন্ধন উৎসব পালিত হয় ভারতবর্ষে । এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব হিন্দু ,জৈন এবং শিখ সম্প্রদায়ের লোকেরা এই উৎসব পালিত করে ,এই দিন দিদি অথবা বোনেরা ভাই অথবা দাদার হাতে রাখি নামের একটি পবিত্র সুতো বেঁধে দেয় ।এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনাতে দিদি ও বোন কে আজীবন রক্ষা করা ভাই বা দাদার শপথের প্রতীক ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...