খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মুড অফ দি নেশনের করা এক সমীক্ষা তে জানা যাচ্ছে যে মোদী সরকারের জনপ্রিয়তা লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্ত এবং রাম মন্দিরের পরে তুঙ্গে পৌঁছে ছে ।এর পিছনে রয়েছে চীনা আপ নিষিদ্ধ করা নিয়ে ভারত সরকারের সিদ্ধান্ত ।মুড অফ দি নেশনের করা এই সমীক্ষা তে জানা গিয়েছে যে ৭৮% মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত ,৬৯% মানুষ মনে করেন লাদাখ নিয়ে মোদির সিদ্ধান্ত সঠিক এবং চীনা আপ ব্যান নিয়ে মোদীর সাথে সহমত দেশের ৯১% মানুষ এই সমীক্ষা আরো বলছে ৬৭% মানুষ চীনা পণ্যের জায়গায় বেশি দাম দিয়ে দেশীয় পণ্য কিনতে এখনি প্রস্তুত ।