খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রাসলীলা তে শ্রী কৃষ্ণের কর্মকান্ড দেখানো হয় ।অন্যদিকে দহি হান্ডি প্রথায় কৃষ্ণের দুষ্ট স্বভাব প্রতিফলিত করা হয় । সেইখানে দেখানো হয় কয়েকজন শিশু মিলে উচ্চস্থানে বেঁধে রাখা মাখনের হাড়ি ভাঙতে চেষ্টা করে এই পরম্পরা কে তামিল নাডুতে উরিয়াদি নামে পালন করা হয় ।কৃষ্ণের জন্ম হওয়া তে নন্দের সকল কে উপহার বিতরণের কাহিনী উদজ্ঞাপন করতে কৃষ্ণ জন্মাষ্ঠমীর পরে নন্দ উৎসব পালন করা হয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...