কৃষ্ণের জন্মের তিথি কি ভাবে পালন করা হয়

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শ্রীকৃষ্ণের  জন্ম  তিথি  তে  মানুষ কৃষ্ণের  প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য অভুক্ত থাকে ধর্মীয় গান  গায়  এবং উপবাস  পালন করে ।শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যে রাতে  তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা  হয় এবং দোলনাতে সাজানো হয় । তার পরে উপাসক মন্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে গৃহস্ত মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে  ,রান্না ঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন েকে দেন যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয় ।