খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তরবঙ্গের জেলাগুলিতে করোনা সংক্রমন কমলেও মালদায় বেশ বেড়েছে। গত ২৪ ঘন্টায় ২২২ জন সংক্রমিত হয়েছেন। তবে মৃতের সংখ্যা কমেছে। এইদিন ২ জন মারা গিয়েছেন। একজনের নাম সুজিতমিত্র। তিনি মালদা মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মী। অপরজন বাগডোগরার বিশ্বজিৎ অধিকারী। এছাড়া অন্যান্য জেলায় সংক্রমিতের সংখ্যা উত্তর দিনাজপুরে ২৫, দক্ষিণ দিনাজ পুরে ৪৬ দার্জিলিঙে ৮৩, জলপাইগুড়িতে ৩৬,কোচবিহারে ৩৩এবং আলিপুর দুয়ারে সাতজন। শুধু শিলিগুড়ি পুরনিগাম এলাকায় ৪৪ জন আক্রান্ত হয়েছেন। এদিন দার্জিলিং জেলার বিভিন্ন কোভিডহাসপাতাল এবং হোম আইসোলেশন থেকে মোট ৬২ জন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন।
রাজ্য
আর অপব্যবহার করা যাবেনা কেপি স্টিকার
কলকাতা পুলিশের নিজস্ব অথবা ভাড়ার গাড়ি যাই হোক না কেন তাতে কেপি স্টিকার লাগানো থাকে ।আবার পুলিশ কর্মীরা তাদের নিজস্ব গাড়িতে কেপি স্টিকার ব্যবহার...