বেশ কিছুদিন বাঁয়া গণেশ আসেনি মাদারীহাট অঞ্চলে। বুধবার রাত ৮টা নাগাদ সে আবার জঙ্গল থেকে বেরিয়ে মেঘনাদ সাহা নগরের মিলনদাসের বাড়িতে ঢুকে ২৫টি কাঁঠাল খায়। বনকর্মীরা সেখানে গেলে তাদের দিকে সে তেড়ে যায়। তখন বনকর্মীরা গুলি চালান। গুলি খাওয়ার পর তার খোঁজ পাওয়া যায়নি। পরদিন ভোরে দেখা যায় হাতিটি একটি বেসরকারি লজের সীমানা প্রাচীর ভেঙেছে। এছাড়া একজন বাসিন্দার বাথরুম ভাঙে। আরেক বাসিন্দার রান্নাঘর ভেঙে চাল আটা সাবাড় করেছে। কেশ ব শর্মার জমির ধান খেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে সে ফিরে যায়। এই উদ্যানের সহকারী বন্যপ্রাণ সংরক্ষক জানান ক্ষতিগ্রস্থরা আবেদন করলে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ পাবেন।
রাজ্য
নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া নগর উন্নয়ন ও পুর দফতর
রাজ্যের নিয়োগ দুর্নীতি আবহাওয়া বিতর্কের মধ্যে কলকাতা পুরসভা ,পুরনিগম ,নোটিফায়েড এরিয়া অথরিটি ,শিল্প নগর নিগম সহ স্থানীয় পুরপ্রশাসনের সব নিয়োগ "ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস...