খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :লকডাউনের জন্য জলপাই গুড়ি জেলার সমস্ত গ্রন্থাগার বন্ধ। ফলে জেলার বই প্রেমীরা গ্রন্থাগার মুখী হতে পারছেন না। দীর্ঘ দিন ধরে বই প্রকাশিত ও হচ্ছেনা। অতিরিক্ত জেলা গ্রন্থা গারিক জানান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গ্রন্থাগার গুলি খোলা হবে। এই জেলার অন্যতম প্রাচীন গ্রন্থাগার হল আজাদ হিন্দ পাঠাগার। এর অন্যতম কর্তা সোমনাথ পাল জানান লকডাউনের জন্য পাঠাগার বন্ধ রাখতে বাধ্য হয়েছি। জেলার গ্রামের গ্রন্থা গার গুলির ও সমস্যা আছে। প্রায় ৪০টি গ্রন্থাগারিকের পদ শূন্য। চতুর্থ শ্রেণীর কর্মী দিয়ে রাজগঞ্জ ও ধূপগুড়ি গ্রন্থাগার চলছে। একজন গ্রন্থা গারিক ২টি গ্রন্থা গারেরও দায়িত্ব সামলাচ্ছেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...