অণ্ডালে ট্রাক বাসে সংঘর্ষ

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক: শুক্রবার অন্ডাল মোড় ও কাজোড়া ফ্লাইওভারের মাঝেবেলা ১২ টানাগাদ কলকাতা থেকে প্রায় ৪০জন যাত্রী নিয়ে একটি বাস  বিহারে যাচ্ছিল।রানি গঞ্জের দিক থেকে একটি ভ্যান হঠাৎ বাসের সামনে এসে পড়ে।ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বাস টি ডিভাইডার টপকে অন্য লেনে চলে যায়।সে সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক হঠাৎ  রাস্তার উপর উল্টে যায় এবং বাস এসে ট্রাকে ধাক্কা মারে।ট্রাকের চালক সহ আহত হন বাসের ২০জন যাত্রী।ভ্যানচালকের অবস্থা গুরুতর।তাকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এর ফলে এলাকায় প্রচন্ড যান জট হয়।পুলিশ বাসও ট্রাককে রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।