জাতীয় সড়ক বেহাল

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক :চলতি বছরে প্রচন্ড টানা বৃষ্টিতে ৩১ নম্বর জাতীয় সড়কের অবস্থা সঙ্গীন। খানাখন্দে ভরে গিয়েছে। বর্ষার পর অবস্থা আরও খারাপ হবে। যত্রতত্র যানবাহন বিকল হওয়ায় যানজট বাড়ছে। রোজই কমবেশী সড়ক দুর্ঘটনা ঘটছে। প্রায়ই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খারাপ হচ্ছে এবং গতির হেরফেরের জন্য ডিজেল খরচ বেড়েছে। উত্তর দিনাজপুর মোটর ওনার্স এসোসিয়েশনের সম্পাদক জানান যে করোনার জন্য ব্যবসায় মন্দা চলেছে। তার ওপর সপ্তাহে অন্তত দুবার করে গাড়িকে গ্যারেজে পাঠাতে হচ্ছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি।