গনেশ চতুর্থী

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :গনেশ চতুর্থীর  আরেক নাম বিনায়ক চতুর্থী যা  হিন্দুদের উৎসব। মা পার্বতীর সঙ্গে কৈলাশ পর্বত থেকে  গনেশ ঠাকুর  পৃথিবীতে আসেন।কেউ নিজের বাড়িতে বা অনেকে একসঙ্গে মিলে  প্যান্ডেলে  পূজা করেন। এই পূজায় উপবাস করে বৈদিক মন্ত্র  উচ্চারণ দ্বারা প্রার্থনা ও অঞ্জলি প্রদান করা হয়। শুধু মুম্বাইতেই ১৫০০০০বেশি পূজা হয়ে  থাকে।পূজা শুরু হওয়ার দশম দিনে নদীতে বা সাগরে গনেশ মূর্তি বিসর্জন দেওয়া  হয়। ভক্তরা বিশ্বাস করেন  বিসর্জনের পর গনেশ ঠাকুর কৈলাশে মা পার্বতী ও বাবা শিব ঠাকুরের কাছে ফিরে  যান।