খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পাকিস্তানে মারাঠিদের সংগঠন শ্রী মহারাষ্ট্র পঞ্চায়েত করাচিতে গনেশ পূজা করে থাকে। ইংল্যান্ডে বসবাসকারী ব্রিটিশ হিন্দুরা গনেশ চতুর্থী পালন করেন।লন্ডনে এই উৎসব প্রথম শুরু হয় ২০০৫ সালে বিশ্ব হিন্দু টেম্পলে এবং গনেশ মূর্তিবিসর্জন দেওয়া হয় টেমস নদীতে। প্রায় ১৮০০০ ভক্ত সহ গুজরাটিরাও গনেশ পূজা করেন সাউথ এন্ড অন সি তে। আমেরিকার ফিলাডেলফিয়াতে গনেশ পূজা একটি মুখ্য উৎসব। এছাড়া কানাডার টরন্টো,মরিশাস, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও গনেশ পূজা হয়ে থাকে।