খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভারতের বৃহত্তম ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার জন্য ব্যাংকের খাতায় ন্যুনতম রাশি রাখার নিয়ম তুলে দিল। এ ছাড়া এখন থেকে এস এম এস পরিষেবার জন্য কোনো চার্জ দিতে হবে না। গ্রাহকেরা এখন থেকে বিনামূল্যে এই পরিষেবা পাবেন। সমস্ত রকম সেভিংস ব্যাঙ্ক একাউন্ট এর উপর এই সুবিধা পাওয়া যাবে। কোবিদ ১৯এর জন্য এই নিয়ম চালু হয়েছিল। কিন্তু এই নিয়ম ই এখন বলবৎ থাকবে। আগে নিয়ম ছিল গ্রাম, ছোট শহর ও বড় শহরে খাতা থাকলে ১হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা না রাখলে জরিমানা কাটা হবে। এই দুই সুবিধার জন্য ব্যাংকের প্রায় ৪৫ কোটি গ্রাহকের উপকার হবে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...