এলাকার উন্নতির টাকা আসা বন্ধ

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক :রাজ্যের প্রত্যেক বিধায়ক তাঁর নিজের এলাকার উন্নতির জন্য বছরে ৬০ লক্ষ  টাকা পান। জলপাইগুড়ি জেলায় ৭ জন বিধায়ক থাকায় ৪ কোটি ২০ লক্ষ টাকা জেলার  উন্নয়নের জন্য পরিকল্পনা দপ্তরকে দেওয়া হয়, পরিকল্পনা করে কাজ করার জন্য। কিন্তু  করোনার জন্য  টাকা আসা বন্ধ। এর সঙ্গে সাংসদ তহবিলের টাকাও আসছে না। উন্নয়নের কাজ  বন্ধ হয়ে গেছে। এই তহবিলের টাকায় রাস্তার  আলো ,পানীয় জল, বিদ্যালয়ের পরিকাঠামো ,সড়ক উন্নয়নের কাজ হয়। প্রশাসন সূত্রে খবর টাকা এসে গেলে সাংসদ বিধায়কদের সুপারিশ অনুযায়ী প্রকল্পের কাজ হবে।