খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:গত বছর বীর পাড়ার কলেজ রোড পুনরায় নির্মাণ করা হয়।কিন্তু রাস্তা খুব উঁচু হওয়ায় জল বেরো তে পারেনা এবং আশে পাশের নিচু জায়গায় জল দাঁড়িয়ে যায়।একারণে এলাকা বাসী রাস্তা কেটে জলবের করে দেয়।এর জন্য মতি মিল এলাকায় একটি কালভার্ট দরকার।কাল ভার্টনা হলেসমস্যা মিটবেনা।পঞ্চায়েত সমিতি র সভাপতি জানান জেলা পরিষদ মতি মিলে একটি কালভার্ট তৈরীর জন্য অর্থ বরাদ্দ করেছে।বর্ষার পর কাজ শুরু হবে।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...