খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:
দীর্ঘ কাল শীতল কুচি ব্লকের গাদো পোঁতার খুটা মারা নদীর উপর সেতুর দাবি দীর্ঘ দিনের।এখানে যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো।প্রতি বর্ষায় বাঁশের সাঁকো ভেঙে যায়।কিন্তু প্রত্যেক বার নির্বাচনের আগে রাজ নৈতিক দলের লোকেরা সেতুর আশ্বাস দিলেও আজ অবধি সেতুর কাজ হয়নি।গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন পঞ্চায়েতের পক্ষে সেতু করে দেওয়া সম্ভবনয়।বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়েছে।বিডিও সেতুর দাবি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।