আলিপুরদুয়ার শহরের উন্নয়ন

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক :আলিপুরদুয়ার শহরের উন্নয়ন প্রসঙ্গে  শনিবার একটি ভিডিও কনফেরেন্স অনুষ্ঠিত হয়। এলাকার বিধায়ক, পুরো প্রশাসক ,ব্যবসায়ী সমিতির সম্পাদক এতে অংশ  নেন।  শহরে যানজট কমানোর  জন্য একটি পার্কিং লট স্থাপনকরা , সকাল ৯  টা থেকে বেলা ২ টো পর্যন্ত শহরে লরির   প্রবেশ বন্ধ করা ,চৌপথী এলাকার ৫০ মিটারের মধ্যে কোনো গাড়ির পার্কিং না করা এসমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বিধায়ক বলেন প্রশাসন ও পুলিশ তাঁদের  মতামত জানিয়েছে এবং সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।