খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :তিস্তা ক্যানেল ভরা বর্ষাতেও শুকনো চাষিরা সেচের জল পাচ্ছেন না। দেবনগর এলাকায় ৬০০ একর জমি এই ক্যানেলের জল দ্বারা চাষ করা যায়। এই এলাকার ৮০% লোকই চাষের উপর নির্ভরশীল ক্যানেলে এখন আগাছা, মদের বোতলে ভর্তি এবং ক্যানালের দেয়ালে ঘুঁটে শুকোচ্ছে। ক্যানেল বহুদিন সংস্কার হয় না। বার বার আবেদনেও সাড়া পাওয়া যায় নি । তিস্তা সেচ প্রকল্পের এক কর্তা জানান তারা বোরো মরশুমে সেচের জল সরবরাহ করেন। সারা বছর জল দেবার মত পারিকাঠামো নেই।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...