করোনার জন্য ব্যস্ত মাছ ব্যবসায়ী

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক :মালবাজারে আগে সবাই বাজারে গিয়ে মাছ কিনতেন।কিন্তু করোনার জন্য নিয়ম অনেকটা পাল্টাচ্ছে। এখন অনেকেই বাজারে গিয়ে মাছ না কিনে বাড়ির সামনেই অপেক্ষা করছেন।কিছু লোক পাইকারী  বাজার থেকে মাছ কিনে মানুষের  দোরে দোরে  পৌঁছে  দিচ্ছে খুব বেশি দাম না নিয়ে। এ রকম দুজনের নাম রফিক ও কারিমুল হক।  তাদের বক্তব্য আগে তাদের জীবিকা ঢিমেতালে চললেও এখন রোজগার বেড়েছে।