টোল প্লাজার রাস্তায় আলো জ্বলে না

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সরকারি অর্থ ব্যয় করে সূর্যাপুর টোল প্লাজায়  রাস্তার আলো লাগানো হয়েছিল। যা চালু হওয়ার পর দু বছরের  মতো জ্বলেছিল। কিন্তু এখন সব বাতি বন্ধ।  ব্যাপারটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের গোচরে আনলেও এখনো কিছু  ব্যবস্থা নেওয়া হয় নি। টোলের  রাতের  ডিউটির কর্মীদের খুব অসুবিধা হয়। এক ইলেকট্রিক কর্মী জানান বাতিগুলি ১০ বছরের পুরানো এবং তার সব ইঁদুর কেটে দিয়েছে। সড়ক কর্তৃপক্ষ নতুন করে  সংযোগ না করলে বাতি জ্বলবে না।