তিস্তার উর্বর জমি গ্রাস

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : তিস্তা ব্যারাজের নিম্ন অব বাহিকায় জমির ভাঙন শুরু হয়েছে। প্রায় ২০০ বিঘা জমি তিস্তা গ্রাস করেছে। এখনই স্থায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। না হলে ভয়াবহ অবস্থার সম্মুখীন  হতে হবে। নদীর ভাঙন রোধ করা না গেলে এলাকার অর্থর্নীতির উপর আঘাত আসবে।  চ্যাংমারী গ্রাম পঞ্চায়েতের তৈরী ৯ বছরের  পুরোনো মাটির বাঁধ এবারের বর্ষায় ধুয়ে সাফ হয়ে গেছে। আপালচাঁদ গ্রাম সবচেয়ে বেশি ভাঙনে ক্ষতিগ্রস্ত। সেচ  দপ্তরের এক আধিকারিক জানান এখনই এলাকার ভাঙন ঠেকাতে হবে। নাহলে বড় ধরণের বিপর্যয় দেখা দেবে।