বিনা মাস্কে গ্রেপ্তার ১৬

Young man in handcuffs

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মাথাভাঙ্গার এক শ্রেণীর ব্যবসায়ী যেমন নিজেরা মাস্ক  মুখে লাগান না তেমনি  মাস্কহীন   লোকেদের কাছে জিনিসপত্র  বিক্রি করেন। মাস্কছাড়া ঘরের বাইরে আসার জন্য পুলিশ দু দিনে ১৬ জন কে গ্রেপ্তার করে নির্দিষ্ট  ধারায় মামলা রুজু করেছে।  পুলিশ এখন টানা অভিযান চালিয়ে  যাওয়ার কথা  বলেছে। মাথাভাঙ্গার মহকুমা শাসক মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই ২০০ টাকা করে  জরিমানা আদায় করছেন।