পটল চুরি করতে এসে ধৃত ১

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :শুক্রবার রাতে মাথাভাঙ্গা ২ ব্লকের  বাতানবাড়িতে দুই যুবক পটল চুরি করতে  আসে। জমির মালিকের চিৎকারে স্থানীয়রা জড়ো  হয়। এক  যুবক পালায়। অন্যজন পুকুরে ঝাঁপ দেয়।  জল থেকে তুলে জনতা তাকে প্রচন্ড মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।  ঘোকসাডাঙ্গার  পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনে। ধরা পড়া যুবককে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।